বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

পুলিশের অভিযানে ৪২২ বস্তা চিনি সহ ট্রাক আটক, ০৩ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৬৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
পুলিশের অভিযানে ৪২২ বস্তা চিনি সহ ট্রাক আটক, ০৩ জন গ্রেফতার

পুলিশের অভিযানে ৪২২ বস্তা চিনি সহ ট্রাক আটক, ০৩ জন গ্রেফতার

শাহপরাণ (রহ) থানা পুলিশের অভিযানে ৪২২(চারশত বাইশ) বস্তায়, ২৪,৮১,৩৬০/- (চব্বিশ লক্ষ একাশি হাজার তিনশত ষাট) টাকার, ২০,৬৭৮ কেজি ভারতীয় চিনি সহ ০১টি ট্রাক আটক, ০৩ জন গ্রেফতার

০৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই(নিঃ) মোঃ সালাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে ০৬ নভেম্বর ২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.২০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা বাইপাস পয়েন্ট থেকে মুরাদপুর পয়েন্টে যাওয়ার সময় একটি ট্রাককে থামানোর জন্য সিগ্যানেল দিলে দ্রুত গতিতে পালানোর সময় গাড়ীটিকে ধাওয়া করে ০৬ নভেম্বর ২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান-০৮.৩০ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন সিলেট সেনানিবাস এর মেইন গেইট হতে অনুমান ২৫০ গজ উত্তরে পাকা রাস্তার উপর ট্রাকটিকে আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশী করেন। তল্লাশীকালে বর্ণিত ধৃত ব্যক্তিদের দখল ও হেফাজতে থাকা ০১ ট্রাক তল্লাশি করে ক) ০১ টি হলুদ রংয়ের ট্রাক, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫০৬৪, যার চেসিস নং-MB1A3HFC5MRHN3614, ইঞ্জিন নং-MHHZ407982, উক্ত ট্রাকের ভিতরে গোলাপী রংয়ের ত্রিপল দ্বারা মোড়ানো ৪২২(চারশত বাইশ) বস্তা ভারতীয় চিনি, যার প্রত্যেকটি বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR INDIA সহ আরো অনেক ইংরেজী শব্দ লিখা আছে। প্রতি বস্তার ওজন ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট (৪২২×৪৯)=২০,৬৭৮ কেজি, মূল্য অনুমান (২০,৬৭৮×১২০)=২৪,৮১,৩৬০/- (চব্বিশ লক্ষ একাশি হাজার তিনশত ষাট) টাকা উদ্ধারপূর্বক ০৬ নভেম্বর ২০২৪খ্রিঃ ০৮.৪৫ ঘটিকা হতে ১৩.১০ ঘটিকার সময়ে বিধি মোতাবেক জব্দ করেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে ১। শারুক (২৮), পিতা- মোঃ মানিক মিয়া, মাতা- মোসাম্মদ মানসুরা বেগম, সাং- পীরগাছা, (বারভাগিয়া), থানা- বাঘা, জেলা- রাজশাহী, ২। মোঃ ইমন হোসেন (১৯), পিতা- মোঃ হায়দার আলী, সাং- পীরগাছা, (বারভাগিয়া), থানা- বাঘা, জেলা- রাজশাহী, ৩। মোঃ আজির উদ্দিন (৫৪), পিতা- মৃত আবরু মিয়া, মাতা- মৃত শখিনা বেগম, সাং- লামাফতেহপুর, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট বলে জানায়। বর্ণিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।