এসএমপি ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ তিন জুয়ারী গ্রেফতার
৭ নভেম্বর খ্রি: তারিখ অনুমান ১৯:৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন চালি বন্দর সিএনজি স্ট্যান্ড এর পিছনে পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে ১। সুমন আহমদ (২৮) পিতা-কামাল আহমদ, সাং-মোকামেরগুল, পীরের বাজার, বটেশ্বর থানা- শাহপরান (রহ.), জেলা-সিলেট, ২। আব্দুল আহাদ (২৫) পিতা-মাসুক মিয়া, সাং-পাথারিয়া, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ বর্তমানে-মেনিখলা, সম্রাজ মিয়ার কলোনী, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৩। মোঃ মোকাররম হোসেন (৩০), পিতা-মহব্বত আলী, সাং- শাহপুর, থানা-বাজিতপুর জেলা- কিশোরগঞ্জ বর্তমানে-কমিশনার কলোনী ছড়ারপার, থানা-কোতোয়ালী,জেলা-সিলেট’দের জুয়া খেলার সরঞ্জামসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৪৬২, তারিখ- ৭ নভেম্বর খ্রি. ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ রুজু করা হয়। আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।