সিলেটে র্যাবের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই উপজেলার ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইকবালকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ইকবালের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন মামলা রয়েছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।