বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের ওপর চড়াও ক্ষুব্ধ গ্রাহকরা

ডেস্ক রিপোর্ট / ৭৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের ওপর চড়াও ক্ষুব্ধ গ্রাহকরা

সুনামগঞ্জে ন্যাশনাল ব্যাংকে প্রয়োজনীয় টাকা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন গ্রাহকরা। গেল কয়েকদিন ধরে ব্যাংক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে গ্রাহকদের। টাকা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা চড়াও হচ্ছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ওপর।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ ন্যাশনাল ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন গ্রাহকরা। কেউ হাসপাতালে থাকা রোগীর জন্য খরচের টাকা তুলতে এসেছেন। কেউ-বা ছেলেমেয়ের টিউশন ফি’, বাড়ী ভাড়া, কেউ পরিবারের দৈনন্দিন খরচের টাকা তুলতে ভিড় করেছেন। কেউ এসেছেন প্রবাস থেকে পাঠানো স্বজনের টাকা তুলতে।

তবে দিনভর অপেক্ষা করেও টাকা না পেয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা চড়াও হচ্ছেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উপর।

এদিকে গ্রাহকদের চাপের মুখে কয়েকদিন ধরে অফিসে আসছেন না ব্যাংক ইনচার্জ। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে হতাশাগ্রস্ত গ্রাহকরা।

ব্যাংক সাময়িক সংকটে পড়েছে। গ্রাহকরা ফিক্সট ডিপোজিট ভাঙানোর কারণে ক্রাইসেস বেড়েছে বলে জানান ন্যাশনাল ব্যাংকের সুনামগঞ্জ ব্রাঞ্চের জুনিয়র ক্যাশ অফিসার জহুরুল ইসলাম।

সমস্যা সমাধানে কেন্দ্র্রীয় ব্যাংক দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা গ্রাহকদের।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।