বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চালককে জবাই করে লাশ সেতুতে ফেলে রেখে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট / ১০০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
জগন্নাথপুরে চালককে জবাই করে লাশ সেতুতে ফেলে রেখে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুজিত দাস (২৬) নামের এক অটোরিকশা সিএনজি চালককে নৃশংসভাবে জবাই করে হত্যার পর লাশ রাণীগঞ্জ সেতুতে ফেলে রেখে তার সিএনজি গাড়িটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত সুজিত দাস জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।

গত ১৬ নভেম্বর শনিবার রাত ৮ টার দিকে রাণীগঞ্জ সেতুতে সুজিত দাসের গলাকাটা মৃতদেহ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় ১৯ নভেম্বর মঙ্গলবার সিলেট র‌্যাব ৯ ও জগন্নাথপুর থানা পুলিশ শায়েস্তাগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অটোরিকশা, গলা জবাইয়ে ব্যবহৃত চাকু সহ চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে ৩ ঘাতককে গ্রেফতার করা হয়। রাতে এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ প্রেস ব্রিফিং করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার সালদিকা গ্রামের আনসার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের আবদুল হাইয়ের ছেলে শিবলু মিয়া (২০)। গ্রেফতারকৃতদের ২০ নভেম্বর বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। #

 

 


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।