সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ৮৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময়

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক গণমাধ্যমের সকল সাংবাদিকদের সাথে প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

৪ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজান, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, আবদুল ওয়াহিদ, উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম, সাংবাদিক এসএম ফরিদ, হুমায়ূন কবির ফরিদী, গোলাম সারোয়ার, আলী হোসেন খান, মুকিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সদস্য তৈয়বুর রহমান, শাহ ফুজায়েল আহমদ, সাংবাদিক আল আমিন ইসলাম প্রমূখ।

এ সময় সাংবাদিক ইয়াকুব মিয়া, উপজেলা প্রেসক্লাব সদস্য আলী জহুর. বাপন দত্ত ও সাংবাদিক শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। জবাবে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।


এই বিভাগের আরো খবর