দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প-প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এর বিভিন্ন স্থাপনায় নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য
যোগ্যতাসম্পন্ন ব্যাক্তিদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হলো:
নিরাপত্তা প্রহরী (পুরুষ)
সর্বনিম্ন উচ্চতা
১৭২ সেঃ মিঃ (৫:৮)
নূন্যতম এসএসসি পাশ। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতাসম্পন হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
সর্বোচ্চ বয়স
৩৩ বছর
বেতন, অন্যান্য সুবিধাদি ও শর্তাবলী:
• আকর্ষণীয় বেতন, দুইটি উৎসব বোনাস (মূল বেতন)।
• কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ০৪ সপ্তাহের প্রশিক্ষণ প্রদান।
• প্রশিক্ষণ কালিন ভাতা প্রদান করা হয়।
দশ
প্রতিদিন
মানসম্পন্ন পোশাক ও আবাসন সুবিধা।
• প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে।
• বাংলাদেশের যেকোন স্থানে অত্র গ্রুপ এর প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, পেনশন বই (প্রযোজ্য ক্ষেত্রে), চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপিসহ আবেদনপত্র ডাকযোগে অথবা ই-মেইল: jobs.paper@bgc-bd.com অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭২৯০৭৭১২৯ প্রেরণ করতে বলা হলো।
যোগাযোগের ঠিকানা
বসুন্ধরা ইন্ডাষ্ট্রিয়াল হেডকোয়ার্টার (টাওয়ার-১), প্লট# ৮৪৪, রোড# ১২, ব্লক# আই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯।
• দরখাস্ত পৌছানোর শেষ সময় ১৯/১২/২০২৪ (বৃহস্পতিবার)।
• বাছাইকৃত (Short listed) প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে।
বিঃ দ্রঃ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোন ধরণের সুপারিশ অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যাক্তিদের
আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৬ ডিসেম্বর ২০২৪ইং