এসময় উপস্থিত ছিলেন Mentor ,Anti terrorism unit(ATA),US Embassy Mr Lionel Paul Benoit Jr সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।।মহড়া শেষে পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়কে সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম এবং বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে অবহিত করা হয়। পুলিশ কমিশনার মহোদয় উনার বক্তব্যে বলেন অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠা সিআরটি এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সিলেট মেট্রোপলিটন এলাকা এবং প্রয়োজন মোতাবেক সিলেট বিভাগে কার্যক্রম পরিচালনা করবে।