বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এ মহান বিজয় দিবস উদযাপন

sylheterchakrirkhabar / ১৭৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এ মহান বিজয় দিবস উদযাপন

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এ মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে ভোর ৬.৩৫ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আতিকুর রহমান। জাতীয় পতাকা উত্তোলন শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য,জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং সকাল ৭.৩০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সকাল ১০.০০ ঘটিকায় জালালাবাদ গ্যাস-এর রায়নগরস্থ স্টাফ কোয়ার্টারে কোম্পানির বিদ্যা নিকেতন-এ ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, মহান বিজয় দিবস-২০২৪উপলক্ষে বিকাল ২ টা ৩০ মিনিট হতে জালালাবাদ গ্যাসের নিজস্ব অডিটোরিয়ামে কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ছেলে মেয়েদের জন্য চিত্রাংকন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পিআরএল গমনকৃতদের সম্মাননা প্রদান, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।