সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

দেশের মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে চায়: এডভোকেট এমরান চৌধুরী

ডেস্ক রিপোর্ট / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
দেশের মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে চায়: এডভোকেট এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ ১৮ বছর থেকে ভোটাধিকার বঞ্চিত ছিল। গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতাকে কেড়ে দিয়ে দেশে ফ্যাসিজম কায়েম করেছিল। ক্ষমতাকে আকড়ে রাখতে ফ্যাসিস্ট হাসিনা গুম-খুন করে ম্যাসাকার চালিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য প্রতীক্ষা করছে। দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে চায়। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর দাবি জানাচ্ছি।

শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের বিয়ানীবাজার -গোলাপগঞ্জ উপজেলা থেকে গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীডে সাপ্লাই দেয়া হয়। অতচ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সর্বত্র এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি। আগামী নির্বাচনে এই এলাকায় ধানের শীষ বিজয়ী হলে ইনশা আল্লাহ প্রতিটি ঘরে ঘরে গ্যাসের চুলা জ্বলবে।

শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুলের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন পুতুল।

বিমেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক জনাব সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সমাজ সেবক তোফায়েল আহমদ খান, জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, উপজেলা বিএনপি সহ সভাপতি আং সবুর, শ্রমিক দলের সভাপতি আলী হাসান, উপজেলা বিএনপি নেতা সাইফুর রহমান, শ্রমিক দলের সাধারন সম্পাদক সেলিম আহমদ, জাসাস আহবায়ক মুজিবুর রহমান, সদস্যসচিব আং হালিম রানা, যুবদলের সিনিয়র যুগম আহবায়ক দৌলা হোসেন সুভাস, তানভীর আহমদ, নূরুল কিবরিয়া , আখতার অনীক, কামরুজজামান, , জিয়াউল হক জিয়া, নূরুল আমীন, ময়নুর রশীদ, আইনুল আবেদীন, শাহীন আহমদ, দিলাল উদ্দিন , মুসলেহ উদ্দিন , আমীর উদ্দিন , তারেক আহমদ, প্রমুখ ।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।