শনিবার সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ সৃষ্টি করে।
কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেয়। তাদের দাবি বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।
মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওই রুট ব্যবহারকারীরা ব্যাটারি রিকশায় যাতায়াত করছেন। ঢাকামুখী উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহনগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক ব্যবহার করে যোগাযোগ স্বাভাবিক রেখেছে।
শ্রমিকরা মারমুখী ও বিশৃঙ্খল থাকায় নিরাপদ দূরত্বে থেকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের এসি সুবীর কুমার সাহা জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।