বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৪৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাদসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শুক্রবার ( ২১ ডিসেম্বর) নগরীর জামেয়া রহমানিয়া ছালিবন্দর মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত ও ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের মানব দরদি মানুষেরা এগিয়ে আসলে শীতার্তদের কষ্ট লাঘব হবে, তাদের মুখে হাসি ফটবে। তাই আমাদের নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়াতে হবে।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির ডাইরেক্টর লায়ন আতাউর রহমান শেলু, ক্লাব সভাপতি লায়ন সাজুওয়ান আহমদ, সাবেক সভাপতি লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, মাদ্রাসার শিক্ষক হাফিজ তোফাজ্জল হক, হাফিজ মঈন উদ্দিন, মাওলানা আজিজুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।