সিলেটে আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী গ্রে ফ তা র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরের কাষ্টঘর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। এরআ ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।