মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে র‌্যাব ৯ এর অভিযানে ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার

বিজ্ঞপ্তি / ১৪৫ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জে র‌্যাব ৯ এর অভিযানে ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)—৯ এর অভিযানে ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব-৯ জানায়,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২২:১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন উত্তর কাপনা নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময় কতিপয় অজ্ঞাতনামা মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।