বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৫৩ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানির সঞ্চালনায় উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনারে সমাজসেবা কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক রফিকুল হক। নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা একাডেমীক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন, শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়ন নার্স খাদিজা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফেরীঘাট পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, ইউপি সদস্য মো. সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া।

সেমিনারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এছাড়া রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে ৪৭০টি উপজেলা রোগীদের সহায়তা দিয়ে আসছে। আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবেন। এজন্য সঠিক রোগীরা সেবা পায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।