বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা দ্বৈত চ্যাম্পিয়ানশিপ ব্যাডমিন্টন র্টুনামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট / ৮০ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
বিশ্বনাথ উপজেলা দ্বৈত চ্যাম্পিয়ানশিপ ব্যাডমিন্টন র্টুনামেন্টের উদ্বোধন

বিশ্বনাথ উপজেলা দ্বৈত চ্যাম্পিয়ানশিপ ব্যাডমিন্টন র্টুনামেন্টের উদ্বোধন হয়েছে। বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্ট এসোসিয়েশনের আয়োজিত এ টুর্ণামেন্টের উদ্বাধনী খেলা বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্ট এসোসিয়েশনের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। প্রধান অতিথির বক্তব্যে মিজ সুনন্দা রায় বলেন, বাংলাদেশের মানুষ খেলাধুলার প্রতি বিশেষভাবে আকর্ষিত। এদেশের আনাচে-কানাচে বছরব্যাপী নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়, যা দেশের তরুণ ও যুবসমাজকে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে সহায়তা করে। তিনি বলেন, বিশ্বনাথে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন দেখে আমি মুগ্ধ। উপজেলায় আরো বেশি করে খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ বিষয়ে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।

সভাপতির বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার বলেন, আমি ছোটবেলা থেকেই খেলাধূলা পছন্দ করি এবং ব্যাডমিন্টন আমার সবচেয়ে প্রিয় খেলা। তিনি এই টুর্ণামেন্ট সুন্দরভাবে চালিয়ে যেতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর ১ম হাজী মো. দয়াল উদ্দিন চেয়ারম্যান কাপের উদ্বোধন করা হবে; যাতে দেশের সকল ব্যাডমিন্টন খেলোয়াররা অংশ নিতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রুবেল মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, রামসুন্দর স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিসিএ’র সেক্রেটারি খলিল মিয়া, আলহেরা শপিং সিটির ডাইরেক্টর সিরাজ মিয়া, বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট আশরাফ খান, মরহুম শেখ রিহান উল্লাহ মুনশী মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো. কামাল হোসেন, এসোসিয়েশনের উপদেষ্ঠা হাফিজ আরব খান চেয়ারম্যান, আব্দুল মান্নান রিপন, আসাদুজ্জামান নূর আসাদ, তারেক আহমদ খজির, সামছুল ইসলাম, মোসলেম আলী, শাহ আমির উদ্দিন, আশিকুর রহমান রানা, আবু বক্তর টিপু, শেখ ফরিদ, শাহাব উদ্দিন সাবুল, হেলাল উদ্দিন মেম্বার, নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, মছব্বির আলী, তজমুল আলী রাজু, মঈনুল ইসলাম মামুন, আব্দুস সামাদ জামাল, হাজী অলিউর রহমান, তানভীর হোসেন, জাহেদ খান, আছকর আলী, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সহিদুল ইসলাম, পাবেল আহমদ, শাহিদুর রহমান, সামুল আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাঈদ আহমদ, হাফিজ খান, লিটন মিয়া, তপন মালাকার, জুয়েল আহমদ, নাসির আহমদ, তাজুল ইসলাম মেম্বার, দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সজিব, মো. আলী ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ তানভীর, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফরহাদ, মুকিত মিয়া, কামরুল ইসলাম, সাব্বির আহমদ, সাব উদ্দিন বাবুল, তাজেক আলী, আনছার মিয়া সাজ্জাদ, জসিম উদ্দিন, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মামুন প্রমুখ।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।