নিহতরা হলেন- ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) ও রাসেল (২৮)। নিহত ও আহতদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ।
তিনি জানান, ভোর সাড়ে ৪টায় ট্রাকটি পাবনার দিকে যাচ্ছিল এবং নসিমনটি সাঁথিয়ার দিকে যাচ্ছিল। মাঝ পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং কয়েকজন আহত হন। আর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।