এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সদস্য সমিত গঞ্জু, শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, কেন্দ্রীয় ক্লাবের শিশু বিষয়ক প্রতিনিধি লাবীব ইকবাল, সন্দ্বীপ উপজেলা ইউনিট, চট্টগ্রামের সদস্য আল ইকরাম ক্বদর, রাজিয়া সুলতানা পুষ্পিতা ও মিফতাহুল জান্নাত। আরো উপস্থিত ছিলেন, খালেদা আক্তার, মো. সামসুদ্দোহা নাবিল, তাসনিম আহম্মেদ স্নিগ্ধা প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল ও ক্লাবের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি সাবেক কাউন্সিলর মো. তানভীর আহম্মেদ-এর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।