সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট / ৬৩ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সংবর্ধনা

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খানকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ আমরা এখানে এক বিশেষ মুহূর্ত উদযাপন করতে একত্রিত হয়েছি। বিদায়ী শিক্ষক মো. কবির খানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আমরা তার পেশাগত জীবনের বিভিন্ন গৌরবময় দিক নিয়ে স্মৃতিচারণ করছি। কবির হোসেন শুধুমাত্র একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ পথপ্রদর্শক। তিনি শিক্ষা, মূল্যবোধ, এবং নেতৃত্বের মাধ্যমে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনকে আলোকিত করেছেন। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক শিক্ষা, এবং আধুনিক জ্ঞানের সঙ্গে তাদের সম্পৃক্ত করতে তিনি নিরলস পরিশ্রম করেছেন। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা এবং তাদের উন্নতির জন্য তার নিবেদিত প্রচেষ্টা আমাদের কাছে অনুপ্রেরণার উৎস।

বিদায়ী ভাষণে মো. কবির খান বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা সবসময় আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আমি আমার জীবনের এই নতুন অধ্যায়কে সৃষ্টিশীল কাজে ব্যয় করতে চাই।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আভা রানী দেব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু নছব মোহাম্মদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজির উদ্দিন, সাইদুল হক, রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাসুক মিয়া, হুমায়ুন কবির, ফৌজিয়া আক্তার, কাজী আশরাফ হোসেন, ফরিদা ইয়াসমিন, মাহমুদুর রহমান, জয়নাল আবেদিন খান, আবুল খায়ের, বিপ্লব নন্দী, আজিজুর রহমান, কাজল মালাকার, আক্তারুজ্জামান, ছালেহ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া প্রধান শিক্ষক মো. কবির খানের স্মৃতিচারণ করে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. কবির খানের সম্মানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।