বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এক্সি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিন্হা প্রিন্টার্স লিঃ দক্ষতা ও সুনামের সাথে দি এক্সি ল্যাবরেটরিজ লিঃ এর সকল
প্রিন্টিং সহায়তা দিয়ে আসছে পাশাপাশি উন্নত ও আধুনিক প্রিন্টিং প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে। বর্তমানে ব্যবসায়ের দ্রুত সম্প্রসারণের
কারনে কোম্পানির ধামরাইছ কারখানায় নিম্মোক্ত পদে জরুরী নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম: মেশিনম্যান ও সহকারী মেশিনম্যান ফ্লোট ডাই কাটিং মেশিন)
– প্রার্থীকে কমপক্ষে এস.এস.সি/সমমান পাশ হতে হবে। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
• বিভিন্ন ধরনের ডাই কাটিং মেশিন বিশেষত ফুল অটোমেটিক (পি.এল.সি কন্ট্রোলড) স্ট্রিপিংসহ ফ্লাট ডাই কাটিং মেশিন চালনায় কমপক্ষে ৫ বছরের
অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কাঠের ডাই, কোটেশন ডাই এবং লেজার ডাই এর বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
– কার্টন, ক্যাচ কভার, কম্বি কার্টন এবং অটো কার্টন তৈরির কাজে দক্ষতা থাকতে হবে।
• বিভিন্ন প্রকারের বোর্ড, স্টিকার ও পেপারের ডাই কাটিং এবং কার্টনের লক ও সঠিক পেস্টিং সহকারে প্রোডাক্ট তৈরির অভিজ্ঞতা থাকতে হবে।
• মেশিনের নিয়মিত মেইন্টেন্যান্স যেমন-বেয়ারিং সেট করা, জ্যাকেট সেট করা, পেপার সেট করা, লুব্রিক্যান্ট দেয়া এছাড়া এককভাবে সম্পূর্ণ ডাই সেটিং করার কার্যক্রমে পারদর্শী হতে হবে।
কর্মস্থল: ঢুলিভিটা, ধামরাই, ঢাকা
বয়স সীমা: উভয় পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর
আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদপত্র, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৫ ইং
তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, সিনহা প্রিন্টার্স লিঃ, কোর্ট-ডি-লা এক্সি, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড,
ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে প্রেরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন০৩ জানুয়ারী ২০২৫ইং
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।