রোববার (০৫ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর শপিং করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব। তারপর গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি স্কুটারের মুখোমুখি হন। নিজের ভুল থাকায় স্কুটার চালককে সরিও বলেন তিনি। কিন্তু সরি বলার পরও তর্ক শুরু করেন চালক। গালিগালাজও করতে থাকেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একপর্যায়ে ওই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মারেন। এছাড়াও চড়-থাপ্পড়ও মারা হয় অভিনেতাকে। এরপর রাঘব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী ব্যাগ থেকে মদের বোতল এবং একটি লোহার রড বের করে পর পর মারতে থাকে রাঘবকে। পরে তার বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মাথায় অনেক সেলাই দেওয়া হয়।
এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব।
আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।