শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির

ডেস্ক রিপোর্ট / ৩৩ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের ক্রীড়াক্ষেত্রে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়। আমাদের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে দলীয়করণের প্রভাব রয়েছে। এ প্রভাবের কারণে যোগ্য খেলোয়াড়রা অনেক ক্ষেত্রে অবহেলিত হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন ক্রীড়াঙ্গনে একটি অরাজনৈতিক ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এটি ক্রীড়ার মানোন্নয়নের পাশাপাশি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী নীতির মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ক্রীড়াঙ্গনও এই ধ্বংসের শিকার হয়েছে। দলীয়করণের ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের সুযোগ হারিয়েছে। এটা শুধু খেলোয়াড়দের জন্য নয়, পুরো দেশের জন্য হতাশার।

তিনি রবিবার (১২ জানুয়ারি) সকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হওয়া ১ম শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কুচাই-২০২৫এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কুচাই এলাকার বিশিষ্ট মুরব্বী সৈয়দ আলী আজম মুকুলের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হুসেইন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক সাকের রহমানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মহানগর বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, মহানগর বিএনপির সদস্য বজলুর রহমান ফয়েজ, জমির উদ্দিন, সুহেল আহমদ, জনতা ক্লাবের সভাপতি সৈয়দ তারেক আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হুসেন শাহীন, সাধারন সম্পাদক সাদেক আহমদ, সাবেক জেলা দলের গোলকিপার ক্যাপ্টেন সাব্বির আহমদ সুহেল, সিলেট ড্রিংকিং ওয়াটারের স্বাত্ত্বাধিকারী শাহরিয়ার আহমদ রাসেল।

উদ্বোধনী ম্যাচে এফসি সামাদ ফাইটার্স ও গ্রীন সিলেট একাডেমি মুখোমুখি হয়। উক্ত ম্যাচে এফসি সামাদ ফাইটার্স ২-০ গোলে জয় লাভ করে। মনমুগ্ধকর খেলা ও গোল দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন এফসি সামাদ ফাইটার্সের শাকিল।


এই বিভাগের আরো খবর