শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

মায়ের সেবায় দিন-রাত হাসপাতালে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ৪১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
মায়ের সেবায় দিন-রাত হাসপাতালে তারেক রহমান

মায়ের সেবায় প্রতিদিন স্ত্রীসহ হাসপাতালে হাজির হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনরাত মায়ের সেবায় নিয়োজিত রাখছেন নিজেকে। এদিকে পরিবারের সংস্পর্শ পেয়ে খালেদা জিয়া এখন অনেকটা উজ্জীবিত।

তার স্বাস্থ্য উন্নতির দিকে যাচ্ছে। হাসপাতালের হাঁটাচলা করছেন। কথা বলছেন সবার সঙ্গে।

স্থানীয় সময় রোববার দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে আসেন তারেক রহমান। এসময় উপস্থিত সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, সবাই সবার জন্য দোয়া করি।

 

রাত ১১টায় তিনি বের হন হাসপাতাল থেকে। এই পুরো সময় মায়ের পাশে থেকেছেন তারেক রহমান।

এসময় ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ও যুক্তিরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদকে তাদের সঙ্গে দেখা যায়।


এই বিভাগের আরো খবর