বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তাহমিনা আক্তার। এ টুর্নামেন্টে মোট ১১টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বড়লেখা সদর ইউনিয়ন টিমকে হারিয়ে বিজয়ী হয়েছে বড়লেখা পৌরসভা ফুটবল টিম।
ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও পৌরপ্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল কাইয়ুম, বর্ণী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, পৌর সহকারি প্রকৌশলী সাদাত আনোয়ার, খেলা পরিচালক প্রধান শিক্ষক ছয়ফুল হক প্রমুখ।