শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৭ ডিগ্রির ঘরে

ডেস্ক রিপোর্ট / ৩২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৭ ডিগ্রির ঘরে

রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়।

আজ রোববার (১৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদে বসবাসকারী লোকজন। কনকনে হিম শীতল বাতাসের সাথে দুর্ভোগ বাড়িয়েছে ঘন কুয়াশা। একই কারণে হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

তীব্র ঠাণ্ডার কারণে কাজে বের হতে না পারায় অর্থকষ্টে পড়েছে জেলার প্রায় দশ হাজার পাথর শ্রমিক।


এই বিভাগের আরো খবর