মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ডিষ্ট্রিবিউটর সেলস্ অফিসার পদে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ২৩৩ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২১ মার্চ, ২০২২
ব্যবস্থাপক পদে চাকরির সুযোগ

সিলেটের চাকরির খবর

ডিষ্ট্রিবিউটর সেলস্ অফিসার পদে চাকরির সুযোগ

একটি মােবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন হাউসের কার্যক্রম পরিচালনার জন্য ডি,এস,ও’ (ডিষ্ট্রিবিউটর সেলস্ অফিসার) নিয়ােগ দেওয়া হবে।

শর্তাবলীঃ

কমপক্ষে ৬ মাস চাকুরি করার নিশ্চয়তা দিতে হবে। * নির্বাচিত প্রার্থীর পিতা/মাতা/আইনানুগ অভিভাবকগণকে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প এ জামিনদার হিসেবে চাকুরিপ্রার্থীর পক্ষে প্রতিষ্ঠানের নিকট অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। * সিলেট মেট্রোপলিটন, কোম্পানীগঞ্জ, গােয়াইনঘাট ও জৈন্তাপুর এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে । * প্রার্থীর অবশ্যই ৩জিবি RAM সহ এন্ডােয়েড মােবাইল ফোন থাকতে হবে।

আগ্রহী যােগ্য প্রার্থীগণকে নিজ সক্রিয় মােবাইল নাম্বারসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত স্পষ্ট ফটোকপি, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত স্পষ্ট ফটোকপি, বৈধ ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি (প্রযােজ্য ক্ষেত্রে), স্থায়ী ও বর্তমান ঠিকানার প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদ (প্রযােজ্য ক্ষেত্রে), অভিভাবক/ জামিনদার এর জাতীয় পরিচয় পত্রের স্পষ্ট ফটোকপি ও মােবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী ২৭/০৩/২০১২ ইং তারিখের মধ্যে বরাবর ব্যবস্থাপনা অংশীদার, লেনদেন ডিজিটেক, ফরিদাবাদ টাওয়ার (৩য় তলা), শেখপাড়া, ভিআইপি রােড, লামাবাজার, সিলেট৩১০০ এই ঠিকানায় প্রেরণ করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: দৈনিক সিলেটের ডাক ২১ মার্চ ২০২২ইং

ডিষ্ট্রিবিউটর সেলস্ অফিসার পদে চাকরির সুযোগ

 


এই বিভাগের আরো খবর