বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট / ৩২৬৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
sylheterchakrirkhabar.com

নিয়োগ বিজ্ঞপ্তি

চিকনাগোল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাক: চিকনাগুল, উপজেলা- জৈন্তাপুর, সিলেট এর জন্য ০২ জন বি.এ/বি.এস.এস, ০১ জন বি.এস.সি, ০১ জন

বি.বি.এস/বি.কম সম্পূর্ণ খণ্ডকালীন সহকারী শিক্ষক নিয়োগ করা হইবে। ০১ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয়

কাগজপত্রের ফটোকপি (সত্যায়িত) সহ দশ (১০) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন পৌছাতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে।

প্রধান শিক্ষক/সম্পাদক ০১৭১২-৩৩১৫১৭

জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, ডাক: থানাবাজার, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেট এ সরকারী বিধি মোতাবেক শূন্য পদে একজন প্রধান শিক্ষক

নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, যারা ১ম বার আবেদন

করেছেন তাঁদের ২য় বার আবেদন করার প্রয়োজন নেই। আবেদনে মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

সভাপতি

০১৩০৯-১৩০৫০৯

বুরাইয়া স্কুল এন্ড কলেজ ছাতক, সুনামগঞ্জের জন্য কলেজ শাখায় এমপিওভুক্ত শূন্য পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ০২ জন

আবশ্যক। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সরকারী বিধি মোতাবেক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ মহোদয়ের বরাবর আবেদনপত্র আহ্বান

করা যাচ্ছে।

অধ্যক্ষ 01724-344995

হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় (মন্ডলপুর ও জহিরপুর), ডাক: তাজগঞ্জ বাজার, উপজেলা: ছাতক, জেলা: সুনামগঞ্জ এর শূন্য পদে

সরকারী নিয়োগ বিধি মোতাবেক একজন অফিস সহকারী কাম

কম্পিউটার অপারেটর (ব্যবসায় শিক্ষাশাখা) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি ও প্রয়োজনীয়

কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক 01796624158

জালালপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর- জালালপুর, উপজেলা- দক্ষিণ সুরমা, – জেলা- সিলেট এর জন্য বিদ্যালয় ব্যবস্থাপনায় ০১ জন সহকারি শিক্ষক

(গণিত), ০১ জন সহকারি শিক্ষক (বিজ্ঞান), ০১ জন সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ আবেদনপত্র ও

প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী ২২/০১/২০২৪ খ্রি: রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য জানানো গেল। (বেতন

আলোচনা সাপেক্ষে)।

প্রধান শিক্ষক

01717-846613

সূত্র: দৈনিক সিলেটের ডাক ১২ জানুয়ারী ২০২৪


এই বিভাগের আরো খবর