শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

ডেস্ক রিপোর্ট / ৯৯৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানে টানটান উত্তেজনার লড়াই। সাম্প্রতিক সময়ের দ্বৈরথ সেই লড়াইয়ে বাড়তি উন্মাদনা যোগ করেছে। সর্বশেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে দুদলের প্রতিযোগিতাপূর্ণ লড়াই। এবার টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বুধবার এই ম্যাচের টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ। স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। সবচেয়ে বেশি দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। এখান থেকে খেলা দেখতে হলে ১০০০ টাকা খরচ করতে হবে দর্শকদের।

ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৩০০ টাকা।

ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। খেলা চলাকালীন প্রতিদিনই টিকিট কেনার সুযোগ থাকবে দর্শকদের। সিলেট জেলা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের লাক্কাতুরা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে টিকিট।


এই বিভাগের আরো খবর