শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

মিলছে না ক্রেতা মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ

ডেস্ক রিপোর্ট / ৭২৮ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
মিলছে না ক্রেতা মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ

মিলছে না ক্রেতা মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ

রংপুরের পীরগাছায় মাইকিং করে মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ। তবুও মিলছে না আশানুরূপ ক্রেতা। শুক্রবার (২৯ মার্চ) পীরগাছা রেলস্টেশন সংলগ্ন একটি ফলের দোকানে এ চিত্র দেখা যায়। তরমুজ ক্রেতা মাদ্রাসা শিক্ষক হোসেন আলী বলেন, আমরা আজ ২৫ টাকা কেজিতে তরমুজ কিনতে পারছি এটা খুবই ভালো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ এখন একটু তরমুজ খেতে পারবে।

আরেক ক্রেতা তাজরুল ইসলাম বলেন, কয়দিন আগেও ৬০-৭০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করা হয়েছে। আজ হঠাৎ মাইকিংয়ের মাধ্যমে শুনি ২৫ টাকা কেজিতে তরমুজ বিক্রি হচ্ছে। একটু সস্তায় পেয়ে নিজের জন্য ও আমার গরিব এক প্রতিবেশীর জন্য একটা তরমুজ কিনলাম।

তরমুজ বিক্রেতা গোলাম মোস্তফা বলেন, আমি কম দামে মাল কিনে সীমিত লাভে পাইকারি দরে মানুষকে তরমুজ খাওয়াচ্ছি। বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমরা ব্যবসায়ীরা চাইলেই সিন্ডিকেট ভাঙা সম্ভব।

তবে পার্শ্ববর্তী আরেক বিক্রেতা আল-আমিন অভিযোগ করে বলেন, উনি কম দামে মাল কিনতে পেরেছেন। একজন ২৫ টাকা কেজি মাইকিং করে বিক্রি করছেন। কিন্তু আমার পাইকারি মাল কেনা পড়ছে ৩৫ টাকা কেজি। এখন আমাদেরও বাধ্য হয়ে ২৫ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। তারপরও আশানুরূপ ক্রেতা পাচ্ছি না। আমার কেজিতে ১০ টাকা করে ক্ষতি হচ্ছে। এভাবে চললে আমরা পরিবার নিয়ে বাঁচব কীভাবে।


এই বিভাগের আরো খবর