বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৩৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
বিশ্বনাথে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রজমান উপলক্ষে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে এর উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরন করা হয়েছে। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের কোনারাই গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, পিয়াজ, আলু, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।

হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে ও সাজ্জাদুর রহমান আলমের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আখতার ফারুক, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জায়েদুল হক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ সুহিন, সহ-সাংগঠনিক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক রকিবুল ইসলাম, অফিস সম্পাদক মোস্তাকিম রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর আমিন, ক্রীড়া সম্পাদক এ আর ফাহিম, সদস্য, কামরান আহমদ আল-আমিন প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে’র চেয়ারম্যান হাজী বাবুল মিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছে হাজী বাবুল মিয়া ফাউন্ডেশন ইউ.কে। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর বন্যা, রজমান, ঈদ সহ বিভিন্ন দুর্যোগ ও উৎসবে গরীব-অসহায়দের আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বাবুল মিয়া ফাউন্ডেশনের পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


এই বিভাগের আরো খবর