মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জামায়াত বিএনপিকে ফাঁসাতে গিয়ে হিন্দু সম্প্রদায় পরিবারের একট বাড়ীতে আগুন দিয়েছে প্রতিবেশীরা। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মধ্য বাছিরপুর গ্রামের রিপন বিশ্বাসের বাড়ীতে এ ঘটনা ঘটছে।
সোমবার (৩ মার্চ) দুপুর আনুমানিক ১ টার সময় ব্যাবসায়ী রিপন বিশ্বাস (৪৫) বাড়ীতে না থাকায় একই এলাকার পাশের বাড়ির অনিল বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (২৫) রিপনের স্ত্রী শুকলা বিশ্বাস কে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার আর্তচিৎকারে ধর্ষক রাজ বিশ্বাস দৌড়ে পালিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে রাজ বিশ্বাসের কাকা খকিল বিশ্বাস (৪৫), নিখিল বিশ্বাস (৪০),নিখিলের ছেলে কাজল বিশ্বাসসহ (২৫) প্রায় ১০/১২ জন লোক এসে রিপন বিশ্বাসের বাড়ীতে ভাংচুর ও খৌরের ফেনিতে আগুন ধরিয়ে দেয়। ব্যাবসায়ী রিপন বিশ্বাস (৪৫) জুড়ী বাজার থেকে বাড়ীতে ফিরলে হটাৎ এ অবস্থা দেখে আশ্চর্য হয়ে যান। তাকে দেখে ওই ১০/১২ জন তার উপর লাটি-ছটা নিয়ে চড়াও হন। তখন তার সাথে থাকা ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।
সদর জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইন বলেন, আমি এই ঘটনার খরব শুনে আমি তাদের বাড়ীতে গিয়েছি। তবে এটা পরিকল্পিত ভাবে জামায়াত- বিএনপিকে ফাঁসানোর জন্য এরকম করা হতে পারে বলে আমার ধারনা।
এ ব্যাপারে স্থানিয় মেম্বার সিরাজুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বলেন, আমি ঘটনা শুনার পর বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার ওসি মোরশেদুল আলম বলেন, আমি এক মামলার সাক্ষি দিতে কুলিল্লায় আছি।