দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শনিবার (২২ মার্চ) মাঠে নামছে মেসি-দিবালা-লো সেলসোবিহীন আর্জেন্টিনা। প্রতিপক্ষ উরুগুয়ে। যাদের কাছে প্রথম দেখায় বুয়েন্স আয়ার্সে বিশ্ব চ্যাম্পিয়নদের হার হয়েছিলো ২-০ গোলে। মন্টেভিডিওতে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
১০ দলের বাছাই পর্বে আর্জেন্টিনা শীর্ষে থেকেই উরুগুয়ের বিপক্ষে খেলবে ১৩তম রাউন্ডের ম্যাচ। ১২ খেলায় আট জয়, এক ড্র ও তিন হারে ২৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে চার পয়েন্ট দূরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে ফিরতি ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ন লিওনেল স্কালোনির জন্য। একে তো উরুগুয়ের মাঠে প্রথম দেখায় হারতে হয়েছিলো ২-০ গোলে, তার ওপর ফিরতি লেগে পূর্ন শক্তির দলকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ। চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে পাওলো দিবালা চোটে পড়ে ছিটকে গেছেন। পেশিতে চোট পাওয়া লাউতারো মার্তিনেস উরুগুয়ের বিপক্ষে খেলতে পারবেন কিনা, সেটাও নিশ্চিত হয়নি।
মেসি-দিবালার অনুপস্থিতিতে আক্রমণভাগে মার্তিনেসের দায়িত্ব ছিলো অনেক। চোটের কারণে ডিফেন্ডার গনসালো মন্তিয়েল ও মিডফিল্ডার জিওভানি লো সেলসোকেও হারাতে হয়েছে। চোটে পড়ে আগে থেকেই দলে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। সব মিলিয়ে মন্টেভিডিওতে কঠিন এক চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা।