শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নগরীতে মিছিল

ডেস্ক রিপোর্ট / ১৪২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নগরীতে মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে সিলেট শহরে পয়েন্টে পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে এই মিছিলগুলো আয়োজিত হয়।

সোমবার দুপুর থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে একাধিক মিছিল বের হয়। মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার বহন করেন ও ইসরায়েলের হামলার নিন্দা জানান। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান বক্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর