ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে সেখানে যেতে চান ১০০ রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী। ইতিমধ্যেই সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ৯৬ জনের একটি টিম করা হয়েছে।
সেজন্য সরকারের সহযোগিতা চেয়ে রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা।
নার্সিং শিক্ষার্থীরা জানান, আমরা সিলেট বিভাগ থেকে ১০০ জনের শিক্ষার্থী ও নার্সের একটি টিম গঠন করে গাজাতে যেতে চাই। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ আমাদের শোভনীয় না। কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে তো আমরা সেবা দিতে পারবো। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। আজ সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টাসহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।