রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ উৎসব
আমার মুক্তি আলোয় আলোয়’ বার্তা নিয়ে সূর্যোদয়ের পর থেকে রাজধানীর রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। ৯টি সম্মিলিত গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠসহ মোট ২৪টি পরিবেশনা হবে এবারের অনুষ্ঠানে।
সোমবার ভোর ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণ নিয়েছেন নারী-পুরুষ মিলে প্রায় দেড় শতাধিক শিল্পী। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান।
এবারের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ করা হয়েছে। নববর্ষবরণে একক ও সম্মিলিত গান পরিবেশনা শেষে নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। শেষ হবে জাতীয় সংগীত দিয়ে।এবারের আয়োজনে মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা পরেন পুরুষ শিল্পীরা আর নারীরা পরেন মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। শিল্পীদের পোশাকের সঙ্গে মিল রেখে এবার মঞ্চও করা হয়েছে মানানসই রঙ দিয়ে।