মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

৭১৫ জনকে চাকরি দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে

ডেস্ক রিপোর্ট / ২১৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
পরিসংখ্যান ব্যুরাে

সিলেটের চাকরির খবর ডেস্ক :-চাকরি দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে

পদ সংখ্যা: ৭১৫ জন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের
নিকট হতে Online-এ নির্ধারিত ফর্মে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

শর্তাবলীঃ-
বিবিএস এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়ােগ পরীক্ষা ২০২০-এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে
পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://bbs.teletalk.com.bd এ পাওয়া যাবে। 1 ২। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকে
আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৬-০৭-২০২০ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা। ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৫-০৯-২০২০ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। ৩। ০৩-০২-২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে। মুক্তিযােদ্ধার পুত্র/কন্যা হিসাবে প্রার্থীর বয়সসীমা ০৩-০২-২০২০
তারিখে ১৮-৩২ বছর হতে হবে এবং মুক্তিযােদ্ধার পুত্র/কন্যার পুত্র/কন্যাদের (নাতি/নাতনি) ক্ষেত্রে বয়সসীমা ০৩-০২-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ হতে হবে। প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। বিভাগীয়/চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে Online-এ আবেদন করতে হবে। তবে তাদের
মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে। ৬। নিয়ােগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযােজ্য বিধি ও কোটা অনুসরণ করা হবে। ৭। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।। ৮। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত ডকুমেন্ট/কাগজপত্র সঙ্গে আনতে হবে; (ক) প্রার্থীদের Applicant’s Copy এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি; (খ) সকল শিক্ষা সংক্রান্ত সনদপত্রের মূলকপি, নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূলকপি, কোটার স্বপক্ষে প্রমাণাদির (প্রযােজ্য ক্ষেত্রে) মূলকপি, সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি, অভিজ্ঞতার সনদের (প্রযােজ্য ক্ষেত্রে মূলকপি, বিভাগীয়/চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার প্রত্যয়নপত্রের মূলকপি; (গ) সাম্প্রতিক তােলা ০৩ কপি রঙ্গিন পাসপাের্ট সাইজের ছবি (সত্যায়িত) এবং (খ) এ বর্ণিত সকল সনদ/কাগজপত্রাদির ০১ সেট
ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ১০। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলিঃ | Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও সদ্য তােলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel)
স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। খ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit
করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। ঘ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে
নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রত্যেক ক্রমিক নং ০১ থেকে ১৬ পদের জন্য জনপ্রতি ১১২.০০ (একশত বারাে) টাকা এবং ক্রমিক নং ১৭ থেকে ২১ পদের জন্য জনপ্রতি ৫৬.০০ (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS:BBS<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS:BBS<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। | চ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
পরীক্ষার কেন্দ্রের স্থান ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন। i. User ID 1977 21166 BBS<space>Help <space>User<space>User ID & Send to 16222.
Example:BBS Help User ABCDEF & send to 16222 ii. PIN Number GAT 21167661 BBS<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: BBS Help PIN 12345678 & send to 16222. ১১. প্রার্থীর যােগ্যতা যাচাই:
ক. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। কোন তথ্য অসত্য প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীকে আইনানুগ শাস্তি ভােগ করতে হবে। খ. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্তরূপ বরখাস্তের পর দুই বছর অতিক্রান্ত না
হলে তিনি আবেদন করার জন্য যােগ্য বিবেচিত হবেন না। ১২. পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র : পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানাে হবে। ১৩. পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.bbs.gov.bd. এ পাওয়া যাবে।। ১৪. নিয়ােগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হরে।। [বি:দ্র: অত্র বিজ্ঞাপনে বর্ণিত ৭১৫টি পদ বিজ্ঞ প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকা এর এ, টি মামলা নং ৩৩১/২০১৮ এর আওতায় ৭ ক্যাটাগরির ১৩৪টি পদের অতিরিক্ত]

(মােঃ এমদাদুল হক),
পরিচালক
ফোন: ০২-৫৫০০৭০৬৮
ই-মেইল: [email protected]

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

৭১৫ জনকে চাকরি দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে

 

সুত্র: বাংলাদেশ প্রতিদিন ১৪-০৭-২০ইং

সিলেটের চাকরির খবর / তানজিনা বেগম

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

 


এই বিভাগের আরো খবর