শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

ডেস্ক রিপোর্ট / ১৭৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
https://sylheterchakrirkhabar.com/wp-content/uploads/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ
https://sylheterchakrirkhabar.com/wp-content/uploads/2022/01/চীফ-জুডিসিয়াল-ম্যাজিস্ট্রেট-এর-কার্যালয়-হবিগঞ্জে-চাকরির-সুযোগ

 

সিলেটের চাকরির খবর

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৯তম গ্রেড ও ২০তম গ্রেডভূক্ত নিমােক্ত স্থায়ীপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়ােগের জন্য পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যােগ্যতা এবং নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://cga.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি: (ক) এই বিজ্ঞপ্তির অধীনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ (i) online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান আরম্ভের তারিখ ও সময়: ১২/০১/২০২২খ্রি, সকাল: ১০:০০ ঘটিকা। (ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭/০১/২০২২খ্রি, বিকাল: ০৫:০০ ঘটিকা।

(মানিক হােসেন। উপ হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন-২)

সদস্য সচিব।

বিভাগীয় নির্বাচন কমিটি

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২৮ ডিসেম্বর ২০২১ইং

৯৭ জনকে চাকরি দিচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়


এই বিভাগের আরো খবর