জনবল নিয়োগ দিচ্ছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ “কাজ নাই মুজুরী নাই” ভিত্তিতে নিম্নোক্ত শর্তানুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে “বিলিং সহকারী পদে নিয়ােগের প্যানেল তৈরীর নিমিত্তে যােগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগােলিক এলাকায় স্থানীয় বাসিন্দা মহিলা নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত খাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলীঃ
০১. আবেদনকারীগণকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েব পাের্টালে pbs2.sylhet.gov.bd হতে
আবেদন (ফরম নং পমসফ ১১০০০২, ভার্সন-০১) ডাউনলােড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী ২৭.০১.২০২২খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি২, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট এর বরাবরে ডাকযােগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। উল্লেখ্য যে, সাদা কাগজে কম্পােজকৃত কোন
আবেদনপত্র গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদন পত্র গ্রহণযােগ্য হবে না।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূ্ত্র: দৈনিক সিলেটের ডাক ০৭ জানুয়ারি ২০২২ইং