সিলেটে চাকরি দিচ্ছে ডীপলেড ল্যাবরেটরিজ লি
ডীপলেড ল্যাবরেটরিজ লি, একটি দ্রুত বিকাশমান আন্তর্জাতিকমানের ঔষধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান।
উক্ত প্রতিষ্ঠানে যােগ্য, নিষ্ঠাবান, উদ্যমী ও পরিশ্রমী প্রার্থীদের নিম্নোক্ত শিডিউল অনুযায়ী ইন্টারভিউতে অংশগ্রহণের আহ্বান করা হচ্ছে।
যােগাযােগ : তারাজুল ইসলাম, ডিএসএম। মােবাইল : ০১৭০০৭১২১০৮ আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তােলা ২ কপি রঙিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও বায়ােডাটাসহ উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার অনুরােধ করা হলাে।
বি:দ্র: নির্বাচিত প্রার্থীদেরকে ২৩ জানুয়ারী ২০২২ইং হতে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
যা ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ডীপলেড ল্যাবরেটরিজ লিমিটেড
হাবিব কমপ্লেক্স, ৫৩/১ কাপ্তান বাজার, ওয়ারী, ঢাকা-১২০৩ ই-মেইল: [email protected],
ওয়েব : www.deeplaid.com.bd
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৭ জানুয়ারি ২০২২ইং