চাকরি দিচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিঃ
দেশের ঔষধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং নেতৃস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এ নিম্মােক্ত পদে নিয়ােগের জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের নাম: সিকিউরিটি গার্ড ইন্টারভিউ তারিখ: ৬ থেকে ১০ মার্চ ২০২২ প প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমানের পরীক্ষায় পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে।
তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য।
* সামরিক বাহিনী/বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেয়া হবে ।
* প্রার্থীকে কোম্পানীর যেকোন অফিস/ডিপাে/স্থানে দায়ি, পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।
* বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। উপযুক্ত প্রার্থীদেরকে আবেদনপত্র, সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণ।
জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি ও মূল সনদপত্র সহ উল্লিখিত তারিখে প্রতিদিন সকাল ০১ ঘটিকায় দি
একমি ল্যাবরেটরিজ লিঃ, কোর্ট-ডি-লী এমি,১/৪ কল্যাণপুর, মিরপুর রােড, ঢাকা-১২০৭ এ উপস্থিত থাকতে অনুরােধ করা যাচ্ছে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৪ মার্চ ২০২২ইং