সিলেটের চাকরির খবর
প্রধান শিক্ষকের কার্যালয় শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শাহজালাল উপশহর, ব্লক-ডি, সিলেট।
শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (এমপিও আবেদিত), ব্লক-ডি, শাহজালাল উপশহর, সিলেটএর জন্য সরকারি বিধি মােতাবেক শূন্য পদে
০১। সহকারি প্রধান শিক্ষক (বিএড সাতক)-০১ (এক) জন,
০২। সহকারি শিক্ষক (গণিত-খন্ডকালীন)-০১ (এক) জন ও
০৩। নৈশ প্রহরী (অষ্টম শ্রেণি পাশ)-০১ (এক) জন আবশ্যক।
তবে সহকারি প্রধান শিক্ষক পদে প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষক নিবন্ধন সনদধারী হতে হবে।
ক্রমিক ১নং এ বর্ণিত প্রার্থীকে ঢাকা ব্যাংক, শাহজালাল উপশহর, সিলেট এর অনুকূলে ১,৫০০/= (এক হাজার পাচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযােগ্য) ও সকল পদের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরে স্ব-হস্তে লিখিত আবেদন করতে হবে ।
প্রধান শিক্ষক।
শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ০৬ মার্চ ২০২২ইং