সিলেটের চাকরির খবর
জালালপুর কলেজে চাকরির সুযোগ
জালালপুর কলেজ, ডাক-জালালপুর, উপজেলা-দক্ষিণ সুরমা, জেলাসিলেট এর জন্য সরকারি বিধি মােতাবেক শূন্য পদে একজন এম.এল.এস.এস (অফিস সহায়ক) ও ডিগ্রি কোর্স বি.বি.এস (পাস) অধিভুক্তির লক্ষ্যে সৃষ্ট পদে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে একজন করে প্রভাষক নিয়ােগ করা হবে।
তাই আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে যাবতীয় কাগজাদি সহ আবেদনপত্র অধ্যক্ষ বরাবরে ডাকযােগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
মােঃ আওলাদ হােসেন, অধ্যক্ষ, জালালপুর কলেজ, দক্ষিণ সুরমা, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: দৈনিক সিলেটের ডাক ১৫ মার্চ ২০২২ইং