সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ জন আটক
সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজাস্থ হোটেল সিটি হার্ট ৪র্থ তলার ১০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে আসামী ১।মোঃ তুহিম আহমদ (২০), পিতা- আবু বকর মিয়া, সাং- ধল আশ্রম, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, ২।মোছাঃ বিলকিছ নাহার পপি(২০), ৩। নিজাম (৫৫) , পিতা- মৃত বশির আহমদ, সাং- উজানবরাপাইত, থানা- কানাইঘাট, জেলা- সিলেট, বর্তমানে- হোটেল সিটি হার্ট, বন্দরবাজার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেটদের অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।