সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, ৭নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলাল আহমদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। বেলাল আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মাহন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শের প্রতি গভীরভাবে বিশ্বাসী মরহুম বেলাল আহমদ। বিএনপিকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সক্রিয়।
নেতৃদ্বয় শোকবার্তায় বেলাল আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।