বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তারেক রহমান এর ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৭৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তারেক রহমান এর ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার সংবলিত লিফলেট আজ বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে ও সন্ধ্যা রাতে সদর উপজেলার পীরের বাজারে বিতরণ করে স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে আয়োজিত পৃথক দুটি পথসভায় সভাপতিত্ব করেন চিকনাগুলে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ শাহজাহান ও পীরের বাজারের পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আহমদ, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দেলওয়ার হোসেন চৌধুরী, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ফয়জুর রহমান ফয়জু, জেলা যুবদলের সহ সভাপতি শহীদুল ইসলাম মনু, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব।

এসময় সদর ও জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে চিকনাগুল বাজার ও পীরের বাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর