বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড শ্রমির দলের মিছিল

ডেস্ক রিপোর্ট / ৩৩৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ মার্চ, ২০২৫
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড শ্রমির দলের মিছিল

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ১৯ নং ওয়ার্ড শ্রমির দলের মিছিল


‎দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সিলেট মহানগর ১৯নং ওয়ার্ড শ্রমির দলের মিছিল করে। বুধবার (১২মার্চ) রাতে নগরীর রায়নগর এলাকায় মিছিল করেন শ্রমির দলের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, প্রজন্ম একাত্তর ১৯ নং ওয়ার্ড, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ, ইয়াসিন, রাহুলমনসুর,আকিব,ইমন,দুখুমিয়া,আনোয়ার,রিমন,জনি,মাসুম,
জাহাঙ্গীর,জিসান,সুমন,পারবেজ,খলিল জব্বার,ওয়াজির।

বক্তারা বলেন, নারীরা যদি স্বাধীনভাবে চলতে না পারে তাহলে আমাদের অজর্ন ব্যর্থ হয়ে যেতে পারে। স্বৈরাচার হাসিনাবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারীরা ছিলেন পুরুষের সাথে একই সারিতে। বর্তমান সময়ে এসেও নারীদের ওপর সহিংসতা বন্ধ না হওয়া হতাশার। বক্তারা অবিলম্বে নারীদের ওপর সহিংসতা ও নিপীড়নকারীদের আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

md.nahed


এই বিভাগের আরো খবর