রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

সিলেট পাঠানটুলা দোকান ও বাসায় আগুন

ডেস্ক রিপোর্ট / ৯০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
সিলেট পাঠানটুলা দোকান ও বাসায় আগুন

নগরীর পাঠানটুলা এলাকার একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এই অগ্নিকান্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সূত্রে জানায়, পাঠানটুলা এলাকার নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটন নামে একটি লেপ-তোষকের দোকানের গোডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় প্রথমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

নিউ কোয়ালিটি ফার্নিচার এন্ড মান্নান কটনের মালিক আব্দুল মান্নানের দাবি ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর