সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের উপর ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলা, আহত ৬

ডেস্ক রিপোর্ট / ১০৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের উপর দুই দফা হামলা চালিয়েছে নগরীর মাছিমপুর এলাকার চিহিৃত জুয়ারী ও ছিনতাইকারী দিপুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ সহ অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা ৩১টি মোটরসাইকেল ভাংচুর করেছে।

শুক্রবার রাতে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে নগরীর উপশহরস্থ ল’ কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল পার্কিং নিয়ে ছাত্রলীগ নেতা ও চিহিৃত জুয়ারী-ছিনতাইকারী দিপুর সাথে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে নিষিদ্ধ ছাত্রলীগ প্রথমে ল’ কলেজ সংলগ্ন স্থানে ছাত্রলীগের অপু, মঞ্জু, দিপু, মুজিব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ সহ উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা চালায়। এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছোসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজসহ ৬ কর্মী সমর্থক আহত হন।

এঘটনা প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মাছিমপুর এলাকায় মোটসাইকেল মিছিল করেন। এসময় মাছিমপুর এলাকার লোকজনকে নিয়ে আওয়ামী লীগ কর্মী মান্নানের ছেলে অপু ছাড়াও, মঞ্জ, দিপু, অপি, মুজিবসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন মিলিত হয়ে আরেক দফা হামলা করেন। এসময় সন্ত্রাসীরা ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক বলেন, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


এই বিভাগের আরো খবর