বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

নিয়োগ দেবে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট / ৩৫০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৭ জুন, ২০২০

সিলেটের চাকরির খবর ডেস্ক

সম্প্রতি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব এডভান্সড নার্সিং এডুকেশন এন্ড রিসার্চ (নিয়েনার) এ প্রভাষক (নার্সিং) ও কমিউনিটি নার্সিং স্পেশালিষ্ট নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: প্রভাষক (নার্সিং)
পদসংখ্যা:
১. এডাস্ট এন্ড এল্ডাৱলী হেলথ নার্সিং ২টি
২. উইমেন্স হেলথ এন্ড মিডওয়াইফারি নার্সিং ২টি
৩. চাইল্ড হেলথ নার্সিং ২টি
৪. কমিউনিটি হেলথ নার্সিং ২টি
৫. মেন্টাল হেলথ এন্ড সাইকিয়াট্রিক নার্সিং ২টি
৬. নাসিং মানেজমেন্ট ২টি

পদের নাম: কমিউনিটি নার্সিং স্পেশালিষ্ট
পদসংখ্যা: ১টি

যোগ্যতা
সিনিয়র স্টাফ/ স্টাফ নার্সরা পদগুলোতে আবেদন করতে পারবেন। এভাল্ট এন্ড এল্ডারলী হেলথ নার্সিং/ উইমেন্স হেলথ এন্ড মিডওয়াইফারি নার্সিং/ চাইল্ড হেলথ নার্সিং/ কমিউনিটি হেলথ নার্সিং/ মেন্টাল হেলথ এত সাইকিয়াট্রিক নার্সিং/ নার্সিং ম্যানেজমেন্ট/ কমিউনিটি নার্সিং স্পেশালিষ্ট বিষয়ে মাস্টার্স/ এমএসসি ডিগ্রি থাকতে হবে। সরকারী চাকরিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় অথবা আন্তর্জাতিক জার্নালে মূখ্য গবেষক হিসাবে ১টি প্রকাশনা থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর।

আবেদনের সময়সীমা
আগামী ৩০ জুন, ২০২০ পর্যন্ত পদগুলোতে আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন

 

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ / সিলেটের চাকরির খবর


এই বিভাগের আরো খবর