মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

চাকরি দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৮৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১৫ জুলাই, ২০২০
খুলনা বিশ্ববিদ্যালয়

সিলেটের চাকরির খবর ডেস্ক :-চাকরি দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিধি মােতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক-সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ডিসিপ্লিনসমূহের প্রভাষক (বেতনক্রম ২২,০০০-৫৩,০৬০/- টাকা) এর শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের শর্তাবলী:-

১। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ১০ (দশ) সেট করে আবেদন করতে হবে। রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা-এর

অনুকূলে ৬০০/- (ছয় শত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অগ্রণী ব্যাংক, খুলনা বিশ্ববিদ্যালয় শাখায় পরিশােধযােগ্য) আবেদনপত্রের সঙ্গে

জমা দিতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযােগ্য নয়। আবেদন ফরম, নিয়ােগ বিজ্ঞপ্তি

এবং নিয়ােগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://ku.ac.bd/career/) পাওয়া যাবে।

২। চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। প্রতি সেট আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবে।

(ক) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ-এর সত্যায়িত ফটোকপি। (খ) সকল মার্কসিট/ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি। (গ)

নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।

(ঘ) সমপ্রতি তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতি সেটে একটি করে)

৪। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ. প্রদান করা হবে না।

৫। আবেদনপত্র আগামী ১৪-০৭-২০২০ থেকে ১৯-০৮-২০২০ খ্রি. তারিখ পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে।

(ঈদের ছুটি ২৪-০৭-২০২০ থেকে ০৮-০৮-২০২০ খ্রি. তারিখ পর্যন্ত ব্যতীত) ডাকযােগে (জিইপি) নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে।

(রুম নং-২৩৯) অবশ্যই পৌছাতে হবে। আবেদনপত্র সরাসরি/হাতে হাতে গ্রহণযােগ্য নয়।

৬। অনুমােদিত পদ থাকা সাপেক্ষে পদ সংখ্যার হ্রাস-বৃদ্ধি হতে পারে। ৭। নিয়ােগ প্রদান সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

(প্রফেসর খান গােলাম কুদ্স)

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।

E-mail : [email protected]

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

চাকরি দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

সুত্র: বাংলাদেশ প্রতিদিন ১৪-০৭-২০ইং

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।

সম্পাদক

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের

জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১


এই বিভাগের আরো খবর